২৫ বছর পূর্তিতে শীর্ষ ডিজিটাল উদ্যোগে ২.৫ কোটি টাকা বিনিয়েগ করবে রবি
গ্রাহকের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন রবি’র নতুন প্রধান নির্বাহী রাজিব শেঠী। একইসঙ্গে টেলিকম সেবা প্রসারের পাশাপাশি নবিন উদ্যোক্তাদের ক্ষমতায়নে ঘোষণা করেছেন আর ভেঞ্চর ৩.০। এই প্লাটফর্ম থেকে নির্বাচিত শীর্ষ ডিজিটাল উদ্যোক্তাদের দেয়া হবে আড়াই কোটি টাকা বিনিয়োগ।
রাজধানীর একটি হোটেলে সোমবার (১৪ নভেম্বর ২০২২) প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে এই ঘোষণ দেন রাজীব।
আর্থ-সামাজিক উন্নয়নে রবির অবদানের কথা তুলে ধরে রবির সিইও রাজীব শেঠি বলেন, ”প্রতিষ্ঠার পর থেকে আমরা ৩০ হাজার কোটি টাকা মূলধনী বিনিয়োগ করেছি এবং প্রায় ৩৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। বর্তমানে সারা দেশে আমাদের বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রমের ফলে ১ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অতএব দেশের ভবিষ্যত কল্যাণের সাথে আমাদের ভবিষ্যত ওতপ্রোতভাবে জড়িত।“
রবির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ”আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করি যে কোম্পানির ভবিষ্যত অগ্রগতি নির্ভর করবে আমরা উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা এর ওপর। এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার হবে গ্রাহদের মূল্যবান মতামত শোনা।“
ব্যবসায়িক বিস্তৃতিতে যথাযথ সুযোগ এবং নির্দেশনা দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সামগ্রিকভাবে সরকারকে ধন্যবাদ জানান রাজীব। এছাড়া ২৫ বছর পূর্তির ঐতিহাসিক যাত্রায় অংশ হওয়ার জন্য রবির ব্যবসায়িক অংশীদারদের ধন্যবাদ জানান তিনি।
ডিজিটাল যুগে অগ্রগতির পরবর্তী ধাপে সফলভাবে কোম্পানির রূপান্তরের জন্য বর্তমান ও অতীতের কর্মীদের ধন্যবাদ জানান রবির সিইও। কোম্পানির প্রতি আস্থা রাখার জন্য তিনি কোম্পানির সকল গ্রাহকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। একজন সত্যিকারের বন্ধুর মতো যাত্রাপথে কোম্পানিকে দিক নির্দেশনা প্রদানের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এর আগে অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, ”প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায় আগ্রগতির জন্য রবির অন্যতম প্রধান কৌশল হিসেবে কাজ করছে ভবিষ্যত পরিকল্পনা। যার ফলে ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই খাতে এক ধাপ এগিয়ে রয়েছে রবি। তাই সফলতার সাথে ২৫ বছর পূর্তি উদযাপনের এই মুহুর্তে আমাদের গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে, আগামীর ডিজিটাল ভবিষ্যতে তাদের জীবনে নতুন এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত।“